দিনাজপুরে বাস ও ইজি বাইকের সংঘর্ষে নিহত ১

২ জানুয়ারী ২০২৫, বিকাল ৭:০ সময়
Share Tweet Pin it

দিনাজপুরে বাস ও ইজি বাইকের সংঘর্ষে নিহত ১

দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় ইজি বাইকের দুই যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার সময় সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইজি বাইকচালক শহরের কসবা বিশতপাড়া এলাকার আদিবাসী সৌরভ হেমরম (৩৫)। তিনি জোসনা হেমরনের ছেলে। আহতরা হলেন কসবা সহকারী সেটলমেন্ট অফিস বাগানের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে মোহাম্ম জনি (৩৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. তাজিম উদ্দিন (৪০)। তারা দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন। জানা যায়, বিকেল ৩টার দিকে সৌরভ হেমরমের ইজি বাইক নিয়ে পাঁচবাড়ী এলাকা থেকে শহরের দিকে আসছিল। পথে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়ায় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সৌরভ হেমরম মারা যান। ইজি বাইকটি পুরোপুরি ও বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মুতিউর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।