উনিশ বছর পর নিউ জিল্যান্ডে জিতল শ্রীলঙ্কা
২ জানুয়ারী ২০২৫, দুপুর ১:৫১ সময়
উনিশ বছর পর নিউ জিল্যান্ডে জিতল শ্রীলঙ্কা
নিউ জিল্যান্ডের মাটিতে সবশেষ ২০০৬ সালে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর গেল ১৯ বছরে আর জয় পায়নি তারা। এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি হেরে আগেই সিরিজ হাতছাড়া করে সফরকারীরা। হোয়াইটওয়াশের সামনে ছিল তারা। তবে আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৪) শেষটায় নিউ জিল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ১৯ বছর পর কিউইদের মাটিতে জয়ও পেয়েছে তারা।
নেলসনে আগে ব্যাট করতে নেমে কুসল পেরেরার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২১৮ রান করে শ্রীলঙ্কা। তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২১১ রানে থামে নিউ জিল্যান্ড। ৭ রানের জয়ে শেষটা রাঙায় শ্রীলঙ্কা।
এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে কুসল পেরেরা ছাড়িয়ে যান কুসল মেন্ডিসকে। এটা ছিল তার ১৬তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। অন্যদিকে দুই দলের মোট রান হয়েছে ৪২৯টি। যা শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ।