হুমকিদাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি
২ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:৯ সময়
হুমকিদাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি
অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া কে হুমকিদাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাসদ(মার্কসবাদী),রংপুর জেলা শাখা।
১৬ ডিসেম্বর ২০২৪ তারিখ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া তাঁর প্রতিষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার কথা বলে বক্তব্য রাখেন।সেই বক্তব্যকে অজুহাত করে স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং প্রতিষ্ঠানে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।আমরা আরও জানতে পারি যে গতকাল ২৯ ডিসেম্বর ২০২৪ আনুমানিক রাত ৯ টায় সময় চারটি মোটরসাইকেলে করে ৭ জন দুস্কৃতিকারি যুবক অধ্যক্ষ সাহেবের বাসভবনে যান এবং অধ্যক্ষ সাহেবকে বাহিরে আসতে বলেন এবং অধ্যক্ষ সাহেব বাহিরে না আসায় তারা জানতে চান অধ্যক্ষ সাহেব কবে এবং কখন প্রতিষ্ঠানে যাবেন।এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান।
আরও উল্লেখ্য যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে গত ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও পলায়নের পর অধ্যক্ষ মহোদয়কে উদ্দেশ্যমূলকভাবে হয়রানির চেষ্টা করা হয়।কিন্তু তাঁর দক্ষতা,সততা,দেশপ্রেম,জন প্রিয়তা এবং সর্বোপরি ২০২৪ সালের জুলাই -আগস্ট গণঅভূত্থানে আন্দোলনকারী ছাত্র- জনতার সাথে সক্রিয় অংশগ্রহণের কারণে দুষ্কৃতিকারীরা তখনও সফল হননি।
আজ ০১ জানুয়ারি ২০২৪ এক বিবৃতিতে বাসদ(মার্কসবাদী),রংপুর জেলা কমিটির আহ্বায়ক
আনোয়ার হোসেন বাবলু ও সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু উক্ত হুমকিদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।