দিনাজপুরে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

২ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৫ সময়
Share Tweet Pin it

দিনাজপুরে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

হিমশীতল বাতাসের কারনে দিনাজপুর জেলায় শীতের তীব্রতা দিন দিন আরো বাড়ছে। টানা কয়েক দিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এ জেলার মানুষ। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।