বেরোবির সামনে পিস্তল হাতে দুই নারীসহ আটক ৪

৩১ ডিসেম্বর ২০২৪, দুপুর ১০:৬ সময়
Share Tweet Pin it

বেরোবির সামনে পিস্তল হাতে দুই নারীসহ আটক ৪

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে থেকে পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) থেকে দুই নারীসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় থানায়।তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, “পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একই সাথে আটক দুই নারীসহ চারজন অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানতে হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।