হরিপুরে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৬:১৯ সময়
Share Tweet Pin it

হরিপুরে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁও প্রতিনিধি “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল ধর্মাবলম্বীদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন- উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, ইমাম আবুল হোসেন, পাইলট মাদলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এদেশে হিন্দু- মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ধর্ম এবং বসবাস শান্তিপূর্ণভাবে করছে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে এবং থাকবে। কোন ধরনের উস্কানিতে এ বন্ধন কোনোদিন ভাঙ্গবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।