রংপুরের ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান

৩০ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৪৭ সময়
Share Tweet Pin it

ভূমিহীনদের খাস জমিতে পুনর্বাসন করা, রেশনের ব্যবস্থা করা ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে রংপুরের সহস্রাধিক ভূমিহীনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের সংগঠক আনোয়ার হোসেন বাবলু ও আহসানুল আরেফিন তীতু এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।