পীরগাছায় কৃষকের ২৫ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

২৯ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৪২ সময়
Share Tweet Pin it

রংপুরের পীরগাছায় এক কৃষকের জমি থেকে ২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও কোনো সহযোগিতা পাননি। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী রাজু মিয়া ও আব্দুল জলিলের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে জলিলের স্ত্রী আফরুজা বেগম আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাণ্ডব চালিয়ে তারা ২৫-৩০টি গাছ কেটে ফেলে এবং গাছের গোড়াগুলো তুলে মাটি দিয়ে ঢেকে দেয়। স্থানীয়রা জানায়, গাছ কাটার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখায়। লিশে বারবার ফোন করেও কোনো সহায়তা না পাওয়ায় তারা গাছগুলো নিয়ে যেতে সক্ষম হয়। আজিজুল হক অভিযোগ করেন, ৯৯৯-এ একাধিকবার ফোন করেছি। প্রথমে পুলিশ জানায়, তারা আসতে পারবে না। পরে বারবার ফোন দেয়ার পর জানায়, পুলিশের গাড়ি আসছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেনি। বাধ্য হয়ে রংপুর জেলা পুলিশ সুপারকে ফোন করলে তিনি থানায় যেতে বলেন। থানায় গেলে মামলা নেয়া হয়নি, বরং জিডি করার পরামর্শ দেয়া হয়।ক্ষতিগ্রস্ত কৃষক আরও বলেন, পুলিশের এই নিরব ভূমিকা আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। প্রায় ২৫-৩০টি গাছ কেটে নেয়া হয়েছে।আমি এখন নিঃস্ব।