কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১টি প্রতিষ্ঠান সীলগালা

২৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৫৮ সময়
Share Tweet Pin it

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর উদ্যোগে ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে কুড়িগ্রাম জেলা একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে প্রিয়ম ফিলিং স্টেশন, উলিপুর রোড, সদর, কুড়িগ্রাম এবং নজরুল ইসলাম ফিলিং স্টেশন, দূর্গাপুর বাজার , উলিপুর, কুড়িগ্রাম এর পেট্রোল, ডিজেল, অকটেন পরিমাপের সঠিকতা যাচাই করা হয়। পরিমাপে সঠিক পাওয়ায় উক্ত ফিলিং স্টেশন দুটিকে ধন্যবাদ প্রদান করা হয়। এছাড়া বিসিক শিল্প নগরে অবস্থিত মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্রান্ডের নকল চিপস তৈরি করায় বিএসটিআই আইন, ২০১৮ আইনের সংশ্লিষ্ট ধারায় ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব এম শরীফ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুড়িগ্রাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) । জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।