বাঙ্গালপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

২৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৪৩ সময়
Share Tweet Pin it

জি এম রাঙ্গা।। ২৮ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে ৫ম বার্ষিকী তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে তাফসির পেশ করেন বাইতুল জান্নাত জামে মসজিদ, ঢাকার খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কালাম আজাদ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসা, লালমনিরহাটের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ বুরহানুর রহমান সালেহী, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাছরা আজিজিয়া আলিম মাদ্রাসা, নাজিম খাঁন, রাজারহাটের উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুস্তম আলী এবং দক্ষিণ কিশামত পুনকর জামে মসজিদ, রাজারহাটের খতিব কে এম মস্তাফিজুর রহমান মোস্তাক।মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যক্ষ শাহজালাল সবুজ। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা।