সৈয়দপুরে আমীরের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
২৭ ডিসেম্বর ২০২৪, রাত ৮:৫ সময়
আগামী ২৯ ডিসেম্বর সৈয়দপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। ওইদিন তিনি রাতে সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এক।পথ সভায় ভাষন দিবেন। তার পথসভা সফল করতে সৈয়দপুর জামায়াত আয়োজন করে এক প্রস্তুতি সভা। ২৬ ডিসেম্বর আল ফারুক একাডেমীতে এই সভার আয়োজন ছিল। সৈয়দপুর উপজেলা ও শহর শাখা কর্তৃক আয়োজিত ওই।সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা নায়েবে আমীর ও পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.খায়রুল আনাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জনশক্তি বিষয়ক অধ্যাপক আব্দুল কাদিম। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম,শহর আমীর শরফুদ্দীন খানসহ সকল ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ। সভা শেষে স্বাগত মিছিল সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য,আগামী ২৯ ডিসেম্বর আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের পথসভার আয়োজন করা হয়েছে। এদিন তিনি দিনাজপুর জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর দিনাজপুর যাওয়ার পথে সৈয়দপুর বাস টার্মিনালের পথসভায় অংশ গ্রহণ করবেন।