ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন

২৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:২৭ সময়
Share Tweet Pin it

ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন দূর থেকে দেখে মনে হবে এটি ইউনিয়ন অথবা জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। কিন্তু না এটি একটি ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেতগাড়ী বাজারে ব্র্যাক শিশু নিকেতন স্কুলে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এই ভোট শুধু ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের মতো তফসিল ছিল এই কমিটি নির্বাচনে।তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন তিন দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স।গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ৪৫৯ জন ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ৪ জন। সকালে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি প্রার্থী দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু।