কাকরাইল এলাকায় নিরাপত্তা জোরদার

২৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:২৩ সময়
Share Tweet Pin it

কাকরাইল মসজিদে সাদ পন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে মাওলানা জুবায়ের অনুসারী বা শুরায়ে নেজামের কোনো তাবলিগ সাথীর বড় জমায়েতও কাকরাইল মসজিদের আশপাশে নিষিদ্ধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাকরাইল মসজিদ এলাকাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইল এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। কাকরাইল এলাকায় পুলিশ, আর্মড পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে অবস্থান করছেন। পুলিশ, র‌্যাবের পেট্রোলিং টিমের গাড়ি মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা যায়। এছাড়াও কাকরাইল মোড়ে পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়ি অবস্থান করতে দেখা যায়। এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে কাকরাইল মসজিদে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধের নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলীগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।