পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৭ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৪৫ সময়
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়াং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার সাবেক মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. শাহাদৎ হোসেন সাদো, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু এহিয়া, আরিফুল হক রিয়েল ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম।