অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে : ধর্ম উপদেষ্টা

২৭ ডিসেম্বর ২০২৪, রাত ৮:৫৭ সময়
Share Tweet Pin it

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাসে মধ্যে সচিবালয় ঘেরাও-অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ও পাহাড়ি-বাঙালি সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সরকার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলূম মাদরাসা মাঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী মরহুম ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদ ওই স্মরণসভার আয়োজন করে। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।