গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গাইবান্ধা জেলায় পরিচালিত বিশেষ অভিযানে অনুমোদনহীন ও মানহীন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২১ ধারায় এসব মামলাগুলো করা হয়। ৯ জুলাই ২০২৫ তারিখে গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা দায়ের করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানসমূহ:
১. মেসার্স তানিয়া বেকারী, জাংগালিয়া, সাঘাটা – মালিক মো. মমিনুর রহমান
২. মেসার্স সাঈদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী, বাসুদেবপুর, সদর – মালিক আরিফুল ইসলাম (আরিফিন)
৩. মেসার্স আশা ফুড, তুলসীঘাট, সদর – মালিক মো. গোলাপ শেখ
৪. মেসার্স ফাতেমা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী, জুমারবাড়ি, সাঘাটা – মালিক মো. ফিরিজুল ইসলাম
৫. মেসার্স সানজিদা ফুড প্রোডাক্টস, কামালেরপাড়া, সাঘাটা – মালিক মো. সাহাবুল মিয়া
৬. মেসার্স নিলা বেকারী, সোনাতলা, সাঘাটা – মালিক মো. নাজমুল হক
৭. মেসার্স তৃপ্তি বেকারী, জুমারবাড়ি, সাঘাটা – মালিক মো. রিপন মিয়া
৮. মেসার্স সিয়াম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী, মামুদপুর, সাঘাটা – মালিক মো. মশিউর রহমান
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত নিম্নমানের ব্রেড, বিস্কুট ও কেক প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম বলেন, “জনস্বার্থে বিএসটিআই নিয়মিতভাবে বাজার মনিটরিং ও আইন প্রয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী ও রংপুর রেঞ্জের অধীন সকল জেলা…
জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট…
জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা…
স্টাফ রিপোর্টার, রংপুররংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে সুলতান (২৬) নামে এক প্রতিবন্ধী…
স্টাফ রিপোর্টার আগামী ১৪ জুলাই (সোমবার) ২০২৫ ইং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল…