জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আগামী ১৪ জুলাই (সোমবার) ২০২৫ ইং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ৯ জুলাই (বুধবার) বিকেল ৫টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, দলের যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক কাজী রবি ও তারিকুল ইসলাম।
সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রয়াত এরশাদ-এর অবদান স্মরণ করে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো যথাযোগ্যভাবে পালন করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী ও রংপুর রেঞ্জের অধীন সকল জেলা…
জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট…
জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা…
স্টাফ রিপোর্টার, রংপুররংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে সুলতান (২৬) নামে এক প্রতিবন্ধী…
বাংলাদেশে উচ্চ রক্তচাপের মত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি জরুরি।…