রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, চলছে ট্রেন

২৯ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:২০ সময়
Share Tweet Pin it

দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহীর উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ে ‘ধূমকেতু এক্সপ্রেস’। স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি ট্রেন। 

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

আজ ভোর পৌনে ৩টার দিকে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।