গাইবান্ধা জেলা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে জেলা বিএনপি র উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (২৮ জানুয়ারি) উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদ আনিসুজ্জামান খান বাবু - সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), আব্দুল খালেক,রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম সহ অন্যরা।
এ সভা সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহামুদুন নবী টিটুলসহ অন্যন্যা নেতৃবৃন্দ। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা সংগ্রামী ত্যাগী, ৫ আগস্টের পূর্বে যারা আন্দোলনে, সংগ্রামে যুক্ত ছিলেন তাদেরকে কমিটিতে স্থান দিতে হবে,
তিনি আরও বলেন, গত ১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার।
এ সময় জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।