নির্বাচনে ইসলামী দলগুলোর একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে : চরমোনাই পীর

২৪ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:৩৬ সময়
Share Tweet Pin it

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলাম এমন এক ধর্ম যেখানে দুর্নীতি, লুটপাট, চুরি, বাটপারির কোনো সুযোগ নেই। চাঁদাবাজ, দখলদারের কোনো আশ্রয়-প্রশ্রয় ইসলামে নেই।

তিনি বলেন, ‘দীর্ঘ ৫৩ বছরেও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।

বিদেশে বেগমপাড়া তৈরি করেছে।’

 

আজ শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয় ইসলামের বিজয়েই দেশবাসির মুক্তি নিহিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে ও চব্বিশের গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে আয়োজিত নগর সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।