ডা. শফিকুর রহমান বলেন, ‘ফেলানী হত্যার বিচারের দাবিতে আমরা প্রোগ্রাম করেছি, বিবৃতি দিয়েছি। তৎকালীন সরকার চাইলে ফেলানী হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত (হেগে) মামলা করতে পারতেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ফেলানী হত্যার বিচারের দাবিতে আমরা প্রোগ্রাম করেছি, বিবৃতি দিয়েছি। তৎকালীন সরকার চাইলে ফেলানী হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত (হেগে) মামলা করতে পারতেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা কথা বলব, যাতে ফেলানীর পরিবার সঠিক বিচার পায়।’
তিনি আরো বলেন, ‘ফেলানী কাঁটাতারে ঝুলে ছিল। এতে ভারতকে সারা বিশ্ব নিন্দা জানিয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচারে প্রয়োজনে মানবাধিকার সংগঠন মাসুমকে সহযোগিতা করব।
পরে জামায়াত আমির ফেলানীর পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন।’