সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার সর্বজনীন বিজ্ঞানভিত্তিক,সেক্যুলার একই পদ্ধতি শিক্ষা চালু,অবিলম্বে সারাদেশের স্কুলে পাঠ্যপুস্তকে পৌঁছে দেয়া ও ক্যাম্পাসে মব সন্ত্রাস বন্ধ করে আদিবাসী গ্রাফিতি পুনবর্হাল করার দাবিতে রংপুর নগর শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে সামনে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনে মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য যুগেশ ত্রিপুরা। সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা বাসদের আহবায়ক জননেতা কমরেড আব্দুল কুদ্দুস,বেরোবি শাখার সভাপতি ছাত্রনেতা রিনা মুরমু,কারমাইকেল কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ,সংগঠক হুমায়ুন কবির,কলি রানি। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে পায়রা চত্বর পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশ থেকে বাসদের জেলা আহবায়ক আবদুল কুদ্দুস বলেন,স্বাধীনতার ৫৩ বছরে শাসক গোষ্ঠী শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে। ৬২ শিক্ষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ ও ২৪ গণঅভুত্থানে অন্যতম আকাঙ্খা হলো বৈষম্যেহীন গণতান্ত্রিক শিক্ষা। কিন্তু শিক্ষা বর্তমানে মুনাফা কেন্দ্রিক হওয়ায় পর্যদুস্ত শিক্ষাব্যবস্থা,ধ্বসে পড়েছে শিক্ষার মান,শিক্ষাঙ্গনে নেই গণতান্ত্রিক পরিবেশ।তিনি আরও বলেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানারকম মব সন্ত্রাস চলছে। এসময় রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুনর্বহালের নামে ভারতবর্ষের মহীয়সী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনে জন্য একটি মহলের তৎপরতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তিনি এসব কর্মকাণ্ডে বন্ধ করতে প্রশাসন কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানান। যুগেশ ত্রিপুরা বলেন,অবিলম্বে ১৫ জুলাই ঢাকায় আদিবাসীদের গ্রাফিতি পুনর্বহালে শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।তিনি, অন্তবর্তীকালীন সরকার প্রধানের প্রতি আহবান জানিয়ে বলেন,গ্রাফিতি সংযুক্ত করেই সারা দেশে স্কুলে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে দিতে হবে,অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানে গ্রাফিতি আঁকা শিক্ষার্থী ও আদিবাসীদের অপমান করা হবে। বেরোবি সভাপতি রিনা মুরমু বলেন,আওমীলীগ সরকার পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সুযোগ সন্ধানী মহল ভর্তি ফি,সেশন ফি, বার্ষিক উন্নয়ন ফি নামে বেনামে নানা ধরণের অতিরিক্ত' ফি আদায় করছে। তিনি আরও বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা দরিদ্র পরিবারের সন্তানের পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। সমাবেশ থেকে তিনি,জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।অন্যান্য বক্তারা বলেন,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, গণতন্ত্র ও শোষণমুক্তির লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলেও বৈষম্যেহীন শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। নেতৃবৃন্দ,শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্রসমাজকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পতাকার তলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।