আদিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে প্রায় দেড় কোটি টাকার ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জয়দেব মহন্ত বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন ব্যক্তি স্বর্ণ চোরাচালানের উদ্দেশে বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের বাজারের ভেতর দিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছেন।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) দুলু মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জয়দেব মহন্তকে মুকুন্দপুর বাজারে মঞ্জুরুল ইসলামের দোকানের সামনে আটক করে।
রে তার দেহ তল্লাশি করে জিন্সপ্যান্টের বেল্টের নিচে প্যান্টের বেল্ট হুগের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১২ পিস স্বর্ণের বারসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাহার মডেল-VIVO-1938। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের মধ্যে ৯টির ওজন ৯০০ গ্রাম এবং অপর ৩টির ওজন ৩৫০ গ্রাম। সর্বমোট এক কেজি দুইশত পঞ্চাশ গ্রাম। যাহার বর্তমান বাজার মূল্য এক কোটি ৩৯ লাখ ১৮ হাজার ১২৫ টাকা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করে আজ দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রকৃত মালিককে খোঁজার চেষ্টাও অব্যাহত রয়েছে।