দেশের মানুষ আ.লীগের বিচার দেখতে চায়: জামায়াতের আমির

২১ জানুয়ারী ২০২৫, বিকাল ৭:০ সময়
Share Tweet Pin it

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‍“আওয়ামী লীগ মিথ্যা মামলায় সাজানো সাক্ষী দিয়ে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আলেম-ওলামাদের ফাঁসি দিয়েছে। আওয়ামী লীগ প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ ছিল ক্ষমতার রাক্ষস, তারা গণহত্যাকারী। তাই এদেশের মানুষ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচার দেখতে চায়।

ধবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর জামায়াতের আমির মো. জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজ, লুটপাটকারী ও দখলদারদের বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী মাথা তুলে দাঁড়াতে পারবে না।