রাতভর কুয়াশা ঝরছে বৃষ্টির মত। সকালের দিকেও কুয়াশাচ্ছাদিত পথঘাট। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ। তীব্র এই শীতে স্থবিরতা নেমে এসেছে পঞ্চগড়ের জনজীবনে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে, সোমবারও সকাল ৯টায় রেকর্ড হয়েছিলো ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।