রংপুর লালবাগ বাজার দোকান মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রংপুর লালবাগ বাজার দোকান মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত


বহিরাগত সন্ত্রাসী কর্তৃক লালবাগ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ডন টেইলার্সে প্রবেশ করে অতর্কিত হামলার প্রতিবাদে বাজারে অবস্থিত সকল দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছে লালবাগ বাজার দোকান মালিক সমিতি ও সাধারন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালবাগ বাজার দোকান মালিক সমিতির আয়োজনে লালবাগ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালবাগ বাজার দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গির আলম মিন্টু। প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম আঙ্গুর, সহ সভাপতি সামসুল আলম হুলাট, জিয়া, সহ সাধারণ সম্পাদক শে^তফুল আলম গোলাপ, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক নাজমুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনজুরুল আলম, প্রচার সম্পাদক মোক্তার হোসেনসহ উপস্থিত সাধারন ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির কার্যকরী সদস্য আরমান হোসেন।
প্রতিবাদ সভা ও উপস্থিত সূত্রে জানা যায়, গত রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লালবাগে অবস্থানরত ডন টেইলার্স প্রতিষ্ঠানের ওপর ব্যনার লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। ব্যনার লাগানোকালে বাধা প্রদান করায় গালাগালি ও পরে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ভাবে মারধরের ঘটনা ঘটে। যার কারণে লালবাগ বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরে বাজার মালিক সমিতির হস্তক্ষেপেও কোন প্রকার কাজ না হওয়ায় প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,লালবাগ বাজারে যে হামলার ঘটনা ঘটেছে, যা কারো কাম্য নয়। অতর্কিতভাবে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত হামলাকারীরা লালবাগে অবস্থান করতে পারবে না।
প্রতিবাদ সভায় লালবাগ বাজার দোকান মালিক সমিতির সকল সদস্যসহ সাধারন ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগন অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY NewsSKy