রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনার এক মাস পর লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হলো।সোমবার দুপুরে নগরীর মিস্ত্রীপাড়া কবরস্থানে শায়িত সাজ্জাদের লাশ উত্তোলন করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এটিএম আরিফ,মামলার তদন্তকারী কর্মকর্তা খালেক উদ্দীন ছাড়াও সেনা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাজ্জাদের মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে বলে জানান মামলার তদন্তকারী অফিসার খালেক উদ্দীন। উলেখ্য দীর্ঘ একমাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে সাজ্জাদের এ মামলাটি করেন নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম।