1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

বেরোবি আদিবাসী শিক্ষার্থীদের র‍্যালি ও নতুন কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪৫২ Time View
বেরোবি আদিবাসী শিক্ষার্থীদের র‍্যালি ও নতুন কমিটি গঠন
বেরোবি আদিবাসী শিক্ষার্থীদের র‍্যালি ও নতুন কমিটি গঠন
বেরোবি প্রতিনিধি -বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে৷ আদিবাসীদের উপর নির্যাতন- নিপীড়ন ভূমি উচ্ছেদ বন্ধ করতে হবে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস ও কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ( ৯ আগষ্ট) বেলা সাড়ে ১০
টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক চত্বরে আদিবাসি শিক্ষার্থীদের সমিতি ”ইনডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ” এর আয়োজনে একটি রেলি বের করা হয়। এসময়  বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।এসময় র‍্যালিটি  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে  এবং পার্কের মোড় প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয় অভিমুখে এসে বিজয় সড়কে শেষ হয় । সংঘটির  সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিকাশ ত্রিপুরা, বিষ্ণু সরেন , রিনা মরমু এবং যুগেশ ত্রিপুরা। সভাশেষে  মিখায়েল মার্ডিকে সভাপতি, সহসভাপতি বাসিল তপন মুরমু এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়দর্শী চাকমাকে নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক গীতা বেসরা,সহ-সাংগঠনিক সম্পাদক সুরেশ তিগ্যা,দপ্তর সম্পাদক ফনে বিকাশ ত্রিপুরা,সহ দপ্তর সম্পাদক বিষ্ণু সরেন,অর্থ সম্পাদক নর্ডিক মার্ডি,সহ-অর্থ সম্পাদক মতি ত্রিপুরা,প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিময় চাকমা,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপুল মাহাতো,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলজিয়াম হেন্দ্রম,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলজিয়াম হেন্দ্রম,সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপি ত্রিপুরা সাধারণ সদস্য দানেসিউশ মাড়ী,সুরেশ টুডু ভেরোনিকা ত্রিপুরা,অং সিং নু মারমা সাবিনা চাকমা,প্রার্থনা ত্রিপুরা,টমাস চাকমা ,কমল মুরমু,লিজা চাকমা,রিতা পাহান,শুভ চাকমা সভাপতি মিখায়েল মার্ডি বলেন , বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা একত্রে থাকার , তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই কমিটি গঠন করি। আর এই সংঘটিই হলো আদিবাসীদের টিকে থাকার একটি বড় হাতিয়ার। সারাদেশে আদিবাসীদের নির্যাতিত হচ্ছে আর আদিবাসীদের এই সংগঠন তাদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]