নিত্যপণ্যের দাম সহনীয় করতে আলু, পেঁয়াজ ও ডিম আমদানিতে শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পরামর্শে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে এসংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর সুত্রে এসব তথ্য জানা গেছ।
ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয়, সম্প্রতি বন্যায় দেশের প্রায় ১১টি জেলা প্লাবিত হওয়ায় কৃষিপণ্য ও পোলট্রিশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে পেঁয়াজ, আলু ও ডিমের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। এ জন্য এসব পণ্যের দাম বেড়েছে। বন্যার পরও এসব পণ্যের দাম বাড়ার ঝুঁকি আছে। এর সঙ্গে যোগ হয়েছে ভারত থেকে আসা পেঁয়াজে বাড়তি শুল্ক।
দেশটি সর্বনিম্ন রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার ঠিক করে দিয়েছে। পাশাপাশি শুল্ক বাড়িয়েছে ৪০ শতাংশ।
তবে দেশি পেঁয়াজে গত এক মাসে দাম না বাড়লেও গত এক বছরে আগের তুলনায় বেড়েছে ৩১ শতাংশ (দেশি) এবং আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৪৮ শতাংশের বেশি। গত এক মাসে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি।