রংপুরে বাসদ(মার্কসবাদী)’র বিক্ষোভ সমাবেশ
- Update Time :
শনিবার, ৬ আগস্ট, ২০২২
-
৪০
Time View
রংপুরে বাসদ(মার্কসবাদী)'র বিক্ষোভ সমাবেশ
মধ্যরাতে ডিজেল,কেরোসিন,পেট্রোল ও অকটেনের মূল্য লিটার প্রতি ৩৪টাকা থেকে ৪৪ টাকা পর্যন্ত বৃদ্ধির প্রতিবাদে গতকাল বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্তরে বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,সদস্য শাহিদুল ইসলাম সুমন,সাজু বাসফোর প্রমূখ।নেতৃবৃন্দ বলেন, বিশ্ববাজারে তেলের দাম যখন নিম্নমূখী সেই সময়ে আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করে জনস্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে,সরকারের সীমাহীন লুটপাটের দায় জনগণের উপর চাপিয়েছে।অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media