পঞ্চগড়ের পানি যেমন সুস্বাদু তেমনি নিরাপদ এই পানি এবার পাঠানো হচ্ছে দক্ষিণাঞ্চলের বন্যার্তদের জন্য। পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি পাঁচ লিটারের বোতলে বোতলজাত করে এসব পানি পাঠানো হবে। শুধু পানি নয়, সঙ্গে থাকবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, বিস্কুট, চিড়া, খাবার স্যালাইনসহ মেডিসিনও।
শনিবার দিনভর পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট চত্বরে চলে এসব খাদ্যসামগ্রী ও পানি বোতলজাত করার কাজ।একদল উদ্যমী তরুণ দিনভর পরিশ্রম করে প্রতিটি প্যাকেজ প্রস্তুত করে। রবিবার লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যাবে এই খাদ্যসামগ্রীবাহী ট্রাক। সেখানে ৪০০ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে এই ভালোবাসা। জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব বলেন, ‘আমরা লক্ষ্মীপুরের একটি এলাকার ৪০০ পরিবারের হাতে পঞ্চগড়ের মানুষের এই ভালোবাসা পৌঁছে দেব।