মেধাবী ছাত্র সহকর্মী তালহা বিন মুর্শিদের হত্যার বিচারের দাবিতে মানব্বন্ধন সমাবেশ করেছে রংপুরের ছাত্র সমাজ। শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানব্বন্ধনে বক্তব্য রাখেন তালহার বাবা বাবু মিয়াসহ তার সহপার্টিরা। এসময় বক্তারা বলেন নগরীর পুর্বশালবনে নানা বাড়ীর লোকজনের ষড়যন্ত্রের স্বীকার তালহা আত্মহত্যা করেনি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিলো।এ হত্যাকান্ডের জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন মানব্বন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।