প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ গঙ্গারচওড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের মর্নেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এবং সহকারী প্রধান শিক্ষক মন্তাজুল এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিক্ষোভ শুরু করে তারা। তাদের সাথে অভিভাবক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।
প্রধান শিক্ষক এবং মন্তাজুল ইসলাম কে বহিষ্কার করা না হলে তাদের শিক্ষা জীবন হুমকির মধ্যে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
তারা বলেন- ইতোমধ্যে প্রধান শিক্ষকের লোকজন শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে।বিদ্যালেয় শিক্ষকরাও নানান অভিযোগ করেন প্রধান শিক্ষক এবং মন্তাজুল ইসলামের বিরুদ্ধে।
শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখার জন্য আহ্বান জানান।এবং সহকারী শিক্ষক ফারায়েজ বলেন, ছাত্রদের আন্দোলনে সরকারি শিক্ষকরা সহমত প্রকাশ করে ছাত্রদের লিখিত সম্মতি প্রদান করে পরিবেশ শান্ত করেন। এবং পরিবেশ সান্ত্ব না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন এই সহকারী শিক্ষক।