1. princerangpur@gmail.com : Rangpur24 :
ঠাকুরগাঁও শিবগঞ্জ হাটের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন - Rangpur24.com
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

ঠাকুরগাঁও শিবগঞ্জ হাটের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪ Time View
ঠাকুরগাঁও শিবগঞ্জ হাটের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে বছরে কোটি কোটি টাকা বাড়তি আদায়ের অভিযোগে ঠাকুরগাঁও শিবগঞ্জ হাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীরা।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় শিবগঞ্জ বাজারের ছাগল হাটির পাশের সড়কে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আমির হোসেন, হাবিবুর রহমান, জুয়েল ইসলাম সহ বাজারের ক্রেতা ও বিক্রেতারা।বক্তারা বলেন, শিবগঞ্জ বাজারের ছাগল হাটে ওয়াহেদ যুবলীগের প্রভাব খাটিয়ে গত ১৪ বছর ধরে হাটটি নিজের নিয়ন্ত্রণে রেখে সরকারি ছাগল লেখাই ফি ৯০ টাকা থাকলেও তিনি আদায় করতেন ২৫০ টাকা। ছাগল প্রতি বাড়তি ১৬০ টাকা করে আদায় করতেন ইজারাদার।

এছাড়াও হাটের বিভিন্ন অস্থায়ী দোকান থেকেও বেশি করে আদায় নেওয়া হয়বক্তারা আরও বলেন, ছাগল নিয়ে হাটে এসে ছাগল বিক্রি না হলেও ওয়াহেদের লোকজন তবুও টাকা নিতো না দিলে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে। তাই আমরা চাই আমাদের গরিবের কাছে যেভাবে অন্যায়ভাবে সে বছরে পর বছর যে কোটি কোটি টাকা নিয়েছে তার বিচার হোক। ছাগল ব্যাবসায়ীরা বলেন, আমরা এই হাটে অনেক হয়রানি শিকার হয়েছি আমরা চাই সরকারি নিয়মে হাট চলুক বাড়তি টাকা যাতে আর আদায় না করতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com