মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। আজ বুধবার (২৭ জুলাই, ২০২২) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বেরোবি উপাচার্য মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।