২৭ আগষ্ট ২০২৪ইং, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে দক্ষিণ-পূর্বা লের ১১ জেলার বানভাসী মানুষের সাহায্যার্থে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। দক্ষিণ-পূর্বা লের ১১ জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মানবতার সেবায় রংপুর চেম্বারের পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।
চেম্বার নেতৃবৃন্দ বলেন, মানুষ মানুষেরই জন্য। এই মুহূর্তে সারা দেশ বন্যায় ভাসছে। বানভাসী লাখো মানুষ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। বন্যায় দেশের বিস্তীর্ণ অ লের জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে, দেখা দিয়েছে এক হৃদয়বিদারক দৃশ্য। তাই রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলী সব ভেদাভেদ ভুলে গিয়ে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা প্রদানের জন্য সর্বস্তরের ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।