শিক্ষার্থী শিক্ষক সম্পুর্ক ধ্বংসের চক্রান্ত বন্ধের দাবিতে রংপুরে মানব্বন্ধন করেছে জেলার বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকরা। শনিবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। ঘন্টাব্যাপি মানব্বন্ধনে এসময় দেশব্যাপি শিক্ষক নির্যাতন,আইন বহির্ভুত অপসারণ ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ করেন বক্তারা।