রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী বলেছেন, শহীদ সোহাগের হত্যার মামলা ও হত্যাকারীদের বিচার হওয়া উচিৎ, দেশবাসী যা প্রত্যাশাকরে দেশবাসীর এ প্রত্যাশার সাথে জামায়াতে ইসলামী আছে এবং থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সোহাগের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, শহীদ সোহাগের অসহায় পরিবারের পাশে আজীবন থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের নির্দেশে রংপুর জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল সোহাগের কবর জিয়ারতসহ তার অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। এসময় রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রাব্বানী, সেক্রেটারী এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর জেনারেল সেক্রেটারি ও রংপুর জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমীন, উপজেলা জামায়াতের আমীর মাও. ইদ্রিস আলীসহ জামায়াতে ইসলামের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।