গাইবান্ধায় র্যাবের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে রংপুর র্যাব-১৩ সিপিসি-৩ এর একটি চৌকস টিম। শুক্রবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী রংপুর বগুড়া মহাসড়কের বাশকাটা এলাকা থেকে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান করে সংস্থাটি। এসময় ১টি পিকআপ থেকে ৩১ গাঁজা উদ্ধার ও শফিকুল,হৃদয়,সুমন হোসেন নামে খুলনার তিন শীর্ষ মাদক কারবারীকে আটক করে র্যাব-১৩। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক খন্দকার গোলাম মোর্ত্তূজা এসব তথ্য প্রদান করেন।