নিজস্ব প্রতিবেদক ॥
গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় সমাবেশ করেন। এসময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল-ইমরান সুজন, সদস্য সচিব- জাকারিয়া ইসলাম জিম, যুগ্ম আহবায়ক মারুফ চৌধুরী, মুনতাসীর মুন্না, ফজলে রাব্বি বাবু, ফিরোজ ইসলাম, মনিরুজ্জামান মনির, মজনু মিয়া মিঠু, শাহিন আলম, রাসেল আহমেদ, এআার রাফিসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে রয়েছেন। সেখানে বমে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি পরাজিত শক্তি ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরও নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গণঅভ্যুথানে নিরীহ ছাত্র-জনতাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের আন্তজার্তিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের চুপ থাকতে অনুরোধ করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত যদি কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে ছাত্রজনতা তাদের সঠিক জবাব দেবে। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকানে নেতাকর্মীরা।