ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুর ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ৩৫০টি ফলজ,বনজ ও ঔষধী জাতের বৃক্ষরোপনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গত (২১ আগস্ট) বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী নতুন ব্রীজ এলাকায় শহীদ আবু সাঈদ স্মৃতি গোল চত্ত¡রের পাশে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ,প্রচার ও আইসিটি সম্পাদক সাংবাদিক মুরসালিন ইসলাম উপস্থিত ছিলেন।