রংপুরে ডিএসএ’র দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ

রংপুরে ডিএসএ’র দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ

যৌক্তিক আওয়াজ ও ক্ষুরধার দাবি দুইই চলুক সমানতালে’ ও ‘দাবি নয় অধিকার বাস্তবায়ন’ শ্লোগানকে মনে ধারণ করে বিএমডিসি অ্যাক্ট-২০১০ এর সুষ্ঠু ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করার এক দফায় রংপুর ডেন্টাল সার্জনস এসোসিয়েশন (ডিএসএ) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (২১ আগস্ট) বেলা ১১ টায় নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ডিএসএ’র ব্যানারে রংপুর মেডিকেল ডেন্টাল ইউনিট, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ ও সিভিল সার্জন এসোসিয়েশনের ডাক্তার ও কর্ণধরগণ।
কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা ৪ বছর পড়াশুনা করে ডাক্তার হয়েছি এখন ৬ মাস পড়ে ডাক্তার উপাধী পায় এটা কোনোভাবে মেনে নেয়া যায়না। তাই আমাদের একটাই দাবি বিএমডিসি অ্যাক্ট-২০১০ এর সুষ্ঠু ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডেন্টাল টেকনোলজিস্টদের অপতৎপরতা এবং বিএমডিসি তে অবস্থানরত চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদ জানানো হয় ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। তা নাহলে কেন্দ্রীয় নেতারা দাবি বাস্তবায়নে যে ধরনের উদ্যোগ নিবে তাতে আমাদের সম্মতি থাকবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডেন্টাল ইউনিট ও সার্কেল সমন্বয়ক ডিএসএ ডাঃ আরিফুল ইসলাম, রংপুর ডিএসএ’র সভাপতি প্রফেসর ডাঃ মেফতাউল ইসলাম মিলন, প্রভাষক ডাঃ তানভির ইসলাম, ডিএসএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম, রংপুর কমিউনিটি কমিউনিটি ডেন্টাল কলেজের সিনিয়র প্রভাষক ডাঃ আসাদুজ্জামান তন্ময়, সহকারী অধ্যাপক (রমেক) ডাঃ মইনুদ্দিন, কমিউনিটি মেডিকেলের এ্যাসিসটেন্ট রেজিস্টার ডাঃ নুরুন্নবী ফয়সাল, লেকচারার ডাঃ দুর্জয় রায় প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সিভিল সার্জন অফিসের (সিভিল সার্জনের অনুপুস্থিতিতে) ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিনের সাথে তাদের দাবি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ডিপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন তাদের দাবির সাথে একাত্বতা ঘোষনা করে তাদের দাবি গুলো নিয়ে আলোচনা করা হবে জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY NewsSKy