গাইবান্ধায় বিএসটিআই’র অভিযান

গাইবান্ধায় বিএসটিআই’র অভিযান

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন গাইবান্ধা এর উদ্যোগে গাইবান্ধা জেলায় দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে গাইবান্ধা সদরের দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে মোড়কজাত সনদ ও মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয় বিতরণ করার অপারাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো নারু মিষ্টান্ন ভান্ডার, কাচারি বাজার, স্টেশন রোড এবং দেব মিষ্টান্ন ভান্ডার, কাচারি বাজার, স্টেশন রোড। এছাড়া গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার কে নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত বিক্রি বিতরণ না করতে সতর্ক করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন গাইবান্ধার সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার ও আশরাফুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আলমাস মিয়া।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY NewsSKy