অবিলম্বে রংপুর আইনজীবি সমিতির এসোসিয়েট সদস্যের বিধান বাতিল করে সকল কে জেনারেল সদস্য হিসেবে অন্তভুক্ত করার দাবিতে মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সভায় সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এডভোকেট মাসুম হাসান,এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পি, এডভোকেট শরিফুল ইসলাম দুলাল, এডভোকেট পারুল বেগম প্রমুখ।বক্তারা ১৫ দিনের মধ্যে বঞ্চিত সকল আইনজীবীদের জেনারেল সদস্য হিসেবে অন্তভুক্ত না করলে আরো কঠোর কর্মসুচীর ঘোষনা দিবেন বলে হুশিয়ারী দেন।