1. [email protected] : Live Rangpur :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

পর পর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত পঞ্চগড়ে

  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩১৫ Time View
পর পর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত পঞ্চগড়ে
পর পর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত পঞ্চগড়ে

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে পর পর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) দিনগত গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।

জানা যায়, প্রথম দফা শুক্রবার দিনগত রাত ১২টা ৩১ মিনিটে ও দ্বিতীয় দফায় রাত ৩টা ২৩ মিনিট মৃদু কম্পন অনুভূত হয়েছে।

এ সময় স্থানীয়দের মাঝে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শেয়ার করে দিয়ে সবাইকে অবহিত করেছেন।

যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এটির কম্পণের মাত্রা খুবই কম ছিল। অল্প সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৬১ কিলোমিটার দুরের দেশ ভূটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৪ দশমিক ৭ এবং দ্বিতীয় বার ভুমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৪ দশমিক ৩।

এ বিষয়ে জানতে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]