1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৭৭ Time View
রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আমির হোসেন রিংকুঃ

রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

রংপুরে পুজা আর্চনা, ঢাক ঢোল বাজিয়ে আনন্দ ঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের

অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

পূজা অর্জচনা শেষে বিকেলে রংপুর নগরীর পালপাড়া ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব

মন্দির থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ টেনে

নগরীর প্রধান সড়ক দিয়ে কেন্দ্রীয় শ্রী শ্রী রাম গোপীনাথ জিউ মন্দির মাহিগঞ্জে

নিয়ে যান। রথে এসময় অংশগ্রহন করেন তুষার কান্তি মন্ডল সাধারণ সম্পাদক

মহানগর আওয়ামীলীগ,রংপুর,অজয় বামন প্রসাদ,সভাপতি বাংলাদেশ পুজা

উদযাপন পরিষদ রংপুর জেলা শাখা, ধীমান ভট্রাচার্য,সাধারণ সম্পাদক বাংলাদেশ

পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখা ও সভাপতি ব্রাম্মন পুরোহিত ঐক্য পরিষদ

রংপুর জেলা শাখা, রাম কৃষ্ণ গোস্বামী সহসভাপতি,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ

রংপুর জেলা শাখা,হারাধান রায়, সহসভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর

জেলা শাখা,ডাঃ নিখেলেন্দু শংকর গুহরায়,সভাপতি মদনমোহন ঠাকুরবারী আখড়া

পালপাড়া,রংপুর,স্বপন রায়,সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর,

এডভোকেট প্রশান্ত রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ,মহানগর রংপুর,

সুব্রুত সরকার, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ রংপুর মহানগর নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়

সনাতন ধর্মালম্বী মানুষজন। পরে সেখানে পূজা অর্চনাসহ ভক্তিকির্তন শেষে মন্দির চত্বরে শ্রী শ্রী

জগন্নাথ দেবের রথ প্রতিস্থাপন করা হয়। আগামী নয় দিন পর পুনরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ

উল্টো যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় শ্রী শ্রী রাম গোপীনাথ জিউ মন্দির মাহিগঞ্জ থেকে মদনমোহন

ঠাকুরবাড়ী আখড়া পালপাড়া মন্দিরে নিয়ে যাওয়া হবে।বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ

রংপুর জেলা শাখার সভাপতি অজয় বামন প্রসাদ বলেন, গতবছর করোনাভাইরাসের প্রভাবের

কারণে জনসমাগম এড়িয়ে সীমিত পরিষরে হয়েছিলো। এবার করোনার তেমন কোন প্রভাব না থাকায়

জেলার হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তদের নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার

অনুষ্ঠান করা হয়েছে। পূজা উদযাপন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর এর সম্পাদক  স্বপন রায়

বলেন, রংপুর জেলা বাদেও বাহিরের জেলার লোকজন ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগীতায়

অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে  শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন সম্পন্ন হয়। সার্বিক নিরাপত্তায়

রংপুর মেট্রোপলিটন পুলিশের ঢহল লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]