রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে৷ জানাজায় তারা ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এতে ঐ এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি।
Leave a Reply