বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স)। এতে অনেক দেশ সতর্কতা জারি করলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে এখনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অনেকটা ঝুঁকিতে রয়েছেন এই এলাকার মানুষ।
হিলি ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিন এই বন্দরের চেকপোস্ট ব্যবহার কয়েকশ পাসপোর্টযাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করেন। নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকে ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রীরা কেউ চিকিৎসার জন্য, আবার কেউ ঘুরতে ভারতে যাচ্ছেন। পণ্যবাহী ট্রাকগুলো অবাধে ভারতে প্রবেশ করছে। শূন্যরেখায় বিজিবি সদস্যরা যাত্রীদের ব্যাগ তল্লাশি করেছেন। তবে সংক্রামক রোগ এমপক্সের বিষয়ে বিশেষ কোনো সতকর্তা নেই।
হিলি ইমিগ্রেশনে কথা হয় পাসপোর্টযাত্রী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ভারতের ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ সকালে দেশে ফিরলাম। তবে এমপক্সের বিষয়ে ভারতের ইমিগ্রেশনে তেমন কোনো উদ্যোগ দেখলাম না। আমাদের দেশেও তেমন কিছু ব্যবস্থা নেই। শুনেছি এটি সংক্রামক রোগ।