নীলফামারীতে ভাইস চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

নীলফামারীতে ভাইস চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বাধ্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেন তারা।

জানা যায়, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে দাপ্তরিক কাজের বিষয়ে কথা বলতে যান ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন। পরে সেই শিক্ষার্থীরা দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেন। তিনি সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বুঝানোর চেষ্টা করেন। বোঝাতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিয়ে আসা পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি। পরে শিক্ষার্থীরা সেই পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

দিলীপ কুমার মুখোপাধ্যায় বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসে ছিলাম। এসময় হঠাৎ কয়েকজন শিক্ষার্থী কক্ষে প্রবেশ করেন। কক্ষে ঢুকেই আমার সঙ্গে চিল্লাচিল্লি শুরু করেন। তাদের দাবি আমাকে পদত্যাগ করতে হবে। আমি তাদের বুঝানোর চেষ্টা করি। তাদের বুঝানোর চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের নিয়ে আসা পদত্যাগপত্রে সাক্ষর করে কক্ষ থেকে বের হয়ে আসি।এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাজমুল আলম জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের একটি পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছে। আমি সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা করব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY NewsSKy