রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই বেরোবিতে যেন পদত্যাগের হিরিক পড়ে। একে একে পদত্যাগ করেন বেরোবির উপাচার্য, প্রক্টর, পরিবহণ পরিচালক, গ্রন্থাগার পরিচালক, বঙ্গবন্ধু হল ও শহীদ মুখতার এলাহি হলের প্রভোস্টসহ সহকারী প্রভোস্টরা।